Site icon Aparadh Bichitra

টাঙ্গাইল থিয়েটার ও পাপিয়া স্মৃতি সংসদের মাতৃভাষা দিবস পালন

টাঙ্গাইল থিয়েটার ও পাপিয়া স্মৃতি সংসদের উদ্যোগে যৌথভাবে বুধবার(২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে।

 

টাঙ্গাইল থিয়েটারের কার্যকরী সভাপতি শাহ্ মো. ইসরাইল ও পাপিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাচ্চুর নেতৃত্বে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

‘অমর একুশে’ বিষয়ে পাপিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে সভাপতি মো. সেলিম তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল থিয়েটারের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম নাছিম, পাপিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, অর্থ সম্পাদক আতিয়া মাসুদা মিলি, টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরি সদস্য মো. আমিনুর ইসলাম সিদ্দিকী লিটু, নিরাপদ সড়ক চাই’র(নিসচা) সাজ্জাদ খোসনবীস প্রমুখ।
এর আগে ভোরে প্রভাত ফেরীতে অংশ নিয়ে নিরাপদ সড়ক চাই’র(নিসচা) সভাপতি গোলাম কিবরিয়া(বড় মনি) ও জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম-সম্পাদক আলহাজ আব্দুর রহিম কালু’র নেতৃত্বে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করা হয়।