মাতৃভাষা দিবস উপলক্ষে মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাযিল মাদ্রাসায় দিনব্যাপী কর্মসূচী পালন করে

0
660

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর নগরীর মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে।

 

সকাল প্রভাতফেরীর পর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আল আমিন মিসবাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মাওলানা শাহজাহান, সহকারী অধ্যাপক সালেহ উদ্দিন, প্রভাষক মোফাজ্জল হোসেন ফাতেমী, প্রভাষক ফাতেমা বেগম, প্রভাষক জাকিয়া বেগম, প্রভাষক মোঃ আব্দুল্লাহ্, প্রভাষক খোরশেদুল ইসলাম, নাজমুল হক ও আব্দুর রউফ বিএসসি প্রমূখ। আলোচনা সভাটির সঞ্চালানয় ছিলেন প্রভাষক মোঃ নুর ইসলাম ও প্রভাষক মোঃ বেলাল হোসেন।

আলোচনা সভা ছাড়াও কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, হামদ, নাত ইসলামী সংগীত প্রতিযোগিতা ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম সাইফুল ইসলাম বিএসসি, মাওলানা মুজিবুর রহমান, হাফসা রাজী, সাহিদুল ইসলাম, রওশন আরা মনি, মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের জন্য ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + twelve =