রায়পুরে ৫০ হাজার নিষিব্দ কারেন্টজালে আগুন

0
467

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিব্দ ৫০ হাজার কারেন্টজাল আটক করেছে কোস্টগার্ড। পরে আটককৃত জালে অগ্নিসংযোগসহ ৬ টি নৌকা নিলামে এক লাখ ৭২ হাজার টাকা বিক্রি করেছে উপজেলা মৎস্য বিভাগ।

 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শিল্পিরানী রায়,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ,হায়দরগঞ্জ কোস্টগার্ডের দায়িত্বরত পীফ পেটি অফিসার শহিদুর রহমানসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেসহ এলাকাবাসী।
কোস্টগার্ড জানান,বৃহস্পতিবার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্ধ করেন তারা। এর আগে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন মোবাইল কোট পরিচালনা করে নিষিদ্ধজালসহ পৃথক অভিযানে ৬ টি নৌকা জব্ধ করেন। ওই নৌকা গুলো রায়পুরের জালিয়ার চর এলাকায় বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীর পার প্রকাশে নিলাম তোলা হয়।ওসময় সর্বচ্চ নিলাম ঢাককারী মিজানুর রহমান এক লাখ ৭২ হাজার টাকা ধরে পান।

রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে,মোবাইল কোট ও অভিযানে নিষিব্দ কারেন্টজালসহ আটকৃত জালগুলো তাৎক্ষনিক পুড়িয়ে ফেলা হয়। ওসময় পৃথক অভিযানে আটককৃত ৬ নৌকা এক লাখ ৭২ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। ওই টাকা সরকারি কোষাগারে জমাদেওয়া হবে।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − thirteen =