স্টিভ জবসের হাতে লেখা চাকরির দরখাস্ত নিলামে

0
856

স্টিভ জবস অ্যাপল প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি ১৯৭৬ সালের এপ্রিল স্টিভ ওজনিয়াক রোনাল্ড ওয়েনকে সঙ্গে নিয়ে অ্যাপল প্রতিষ্ঠা করেন  অ্যাপল প্রতিষ্ঠার আগে স্টিভ জবসও অন্যদের মতো চাকরিপ্রার্থী ছিলেন কয়েক দিন পর তার একটি চাকরির দরখাস্ত নিলামে উঠতে যাচ্ছে

 

স্টিভ জবসের চাকরির দরখাস্তের দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে খবর সিএনবিসি

ম্যাসাচুসেটসভিত্তিক আরআর অকশন নামের একটি নিলাম প্রতিষ্ঠান স্টিভ জবসের চাকরির দরখাস্ত নিলামে তুলতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে

১৯৭৩ সালে স্টিভ জবস দরখাস্তটি লিখেছিলেন। এতে প্রযুক্তি শিল্পের চাকরির প্রতি তার ঝোঁক দেখা গেছে। স্টিভ জবস আবেদনপত্রটিতে নামের জায়গায় লিখেছেন স্টিভেন জবস। এতে ঠিকানার জায়গায় লিখেছেন রিড কলেজ তার পড়াশোনার বিষয় লিখেছেন ইংরেজি সাহিত্য। দক্ষতার জায়গায় ক্যালকুলেটর কম্পিউটারের কথা লিখেছেন। বিশেষ দক্ষতা হিসেবে ব্র্যাকেটে ডিজাইন টেক লিখেছেন। হাতে লেখা এক পৃষ্ঠার দরখাস্তটিতে বেশকিছু ব্যাকরণগত ভুল রয়েছে

অ্যাপল প্রতিষ্ঠার আগে স্টিভ জবস গেমস পাবলিশার আতারি নামের একটি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন। ১৯৮০ সালে স্টিভ জবস অ্যাপলকে পাবলিক কোম্পানি ঘোষণা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট সম্পদ ৮৭ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে

স্টিভ জবস ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি অ্যাপল চেয়ারম্যানের পদ লাভ করেন। ২০১১ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর। স্টিভ জবসের পরে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব দেয়া হয় টিম কুককে, যিনি এখনো দায়িত্বে বহাল রয়েছেন

স্টিভ জবসের নেতৃত্বে বেশকিছু জনপ্রিয় পণ্য এনেছে অ্যাপল। এসব পণ্যের মধ্যে রয়েছেম্যাকিনটোশ কম্পিউটার, আইপড, আইপ্যাড আইফোন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + eighteen =