কেন খালেদা জিয়ার মামলা গ্রহন করলেন না: ড.কামাল

0
7124

আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের কাছে আইনি পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমার অনুরোধ থাকবে- সাংবাদিকরা যখন এসব বিষয় নিয়ে লিখবেন তখন আমাদের সঙ্গে কথা বলে লিখবেন। তাহলে আর ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় না। কামাল হোসেন অনুরোধ ফিরিয়ে দিয়েছেন এ তথ্য সত্য নয়। তিনি বরং উষ্মা প্রকাশ করেছেন যে এ ধরনের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া তিনি পছন্দ করেননি।’

 

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতসাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপিরসিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীএ্যানী প্রমুখ।

ড. কামাল হোসেনের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে একটি মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। সে ব্যাপারে আইনি পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ড. কামাল হোসেনের কাছে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন আমাদের আইনজীবী রেজাক খান ও আমিনুল ইসলাম। সেখানে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীও উপস্থিত ছিলেন। আমরা তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি।’

ফখরুল বলেন, ‘মামলার সাজার সময় ড. কামাল হোসেন দেশে ছিলেন না। তিনি সবকিছু জানতে চেয়েছেন আমাদের কাছে। খালেদা জিয়ার আইনজীবী রেজাক খান তাকে ব্রিফ করেছেন। রায়ের কপিও তাকে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, এটা তো অনেক বড়, পড়ে আমরা মন্তব্য জানাবো এবং পরামর্শ দেবো। সেটা তিনি কয়েকটি পত্রিকার রিপোর্টারদের বলেছেন। কিন্তু একটি জাতীয় দৈনিক লিখেছেন তিনি প্রত্যাখ্যান করেছেন।’

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বন্ধের নির্দেশনা চেয়ে বিএনপির ইসির কাছে দেয়া চিঠির বিষয়ে দলটির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত কারণে এই চিঠি দিয়েছি। যখন নির্বাচনের কোনও তফসিল ঘোষণা করা হয়নি, প্রধান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া কারাগারে। সেই সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জায়গায় জনসভা করে একতরফা নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + eleven =