জীবনের শেষ যাত্রার পথে শ্রীদেবী

9
961

মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে ভিলে পার্লের উদ্দেশে শ্রীদেবীর অন্তিমযাত্রা শুরু হয়েছে।

বুধবার স্থানীয় সময় ২০টা ২০ মিনিটে সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে তার মরদেহ বের করে আনা হয়। এখন নিয়ে যাওয়া হচ্ছে পবন হংসে। বিকাল সাড়ে ৩টায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।

 

এর আগে তার দেহ জাতীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয়। গান স্যালুট দিয়ে শ্রীদেবীকে বিদায় জানানো হয়। শ্রীদেবীর শেষযাত্রায় রয়েছেন স্বামী বনি কাপুর।

বুধবার সকাল থেকেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে বলিউডের এ কিংবদন্তি অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানায় ভারতের রুপালি জগতের তারকারা ও হাজারো সাধারণ মানুষ।

শনিবার রাতে দুবাইতে বাথটাবে ডুবে মারা যান অভিনেত্রী শ্রীদেবী। তার হঠাৎ মৃত্যু সংবাদে শোকে বিহবল ভারতের রুপালি জগত থেকে সাধারণ মানুষ।

এ খবর আসার পর থেকেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে ওই রাত থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভারতবাসী। কিন্তু মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধায় বলিউড থেকে শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরতে সময় লাগে চারদিন।

মঙ্গলবার দুবাই পুলিশ শ্রীদেবীর হত্যার কেস ক্লোজড ঘোষণার পর রাতেই দুবাই থেকে বিমানে করে মুম্বাইয়ে তার মরদেহ আনা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four − 2 =