মামলা জট কমাতে জনগণকে এডিআর পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করুন

0
706

অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী

মামলা জট কমাতে বিচারপ্রার্থী জনগণকে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

 

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের উন্নয়ন সংস্থা- ইউএনডিপি আয়োজিত ন্যাশনাল জাসটিস কো-অর্ডিনেশন কমিটির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে এই আহবান জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, এডিআর পদ্ধতিকে কাজে লাগালে অনেক দ্রুততার সঙ্গে মামলা জট কমিয়ে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিচারিক সেবা প্রদান করা সম্ভব হবে। এতে করে আদালতের উপর মামলার চাপ কমবে। সে লক্ষ্যেই দেওয়ানী কার্যবিধি এবং অর্থঋণ আদালত আইন সংশোধন করে এতে এডিআর-এর বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালতে মামলা জট কমাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচার কার্যক্রমকে সঠিকভাবে ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কারিগরী সহায়তা প্রদানের জন্য সরকার ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ডিএফআইডি-এর সহায়তায় ইতঃপূর্বে জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি প্রকল্প বাস্তবায়ন করে। এই প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিচার ব্যবস্থায় কিছু সমস্যা চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই সমস্যাগুলোর অন্যতম হচ্ছে বর্তমানে বিচার ব্যবস্থায় প্রায় ৩৩ লাখ মামলার জট।

তিনি বলেন, এই বিপুল সংখ্যক মামলা জটের অন্যতম কারণ হচ্ছে বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগাযোগের সমন্বয় ও সহযোগিতার অভাব। একটি মামলার বিভিন্ন পর্যায় যেমন অভিযোগের তদন্ত, মামলা দায়ের, আদালতে মামলা পরিচালনা এবং মামলার রায় এ সকল পর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থা যেমন তদন্তকারী সংস্থা, চিকিৎসক, আদালতের কর্মকর্তা, আইনজীবী এবং আদালত জড়িত। এসকল সংস্থার আন্তঃযোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয়ের অভাবে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয় এবং এর ফলস্বরূপ বিপুল সংখ্যক মামলার জট তৈরি হয়। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, এই বিপুল সংখ্যক মামলার জট কমিয়ে নারী, শিশু ও সাধারণ নাগরিকের জন্য সহজে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) ড. মো.জাকির হোসেন, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন, ইউএনডিপি বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী প্রমুখ বক্তৃতা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 + 14 =