মেলান্দহে সন্ত্রাসী হামলায় ঘর-বাড়ি ভাংচুর

0
644

জামালপুর জেলার মেলান্দহ কাজাইকাটা গ্রামে গত ২৫ ফেব্রুয়ারী ২০১৮ রবিবার সকাল আনুমানিক ৬:৩০ মিনিটে সন্ত্রাসী হামলায় ঘর-বাড়ি ভাংচুর পরিশেষে জীবন লাশের হুমকী।

 

জানা যায়- মেলান্দহ উপজেলার বাউলের পাড়া গ্রামের ফজল উদ্দিন এর জমি সংক্রান্ত বিষয়ে একই উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাতুজ্জামান সুরুজ মেলেটারী পুত্র চাঁদার দাবী নিয়ে ফজল উদ্দিনের নিকট হতে প্রথম ২০ হাজার টাকা দ্বিতীয় ধাপে ১০ হাজার টাকা নিয়ে ক্ষান্ত না হয়ে তৃতীয় বার ২ লক্ষ টাকা চাঁদা দাবী করিলে ফজল উদ্দিনের মেয়ে প্রতিবাদ করায় চাঁদা আদায়কারী আলমগীর ও সঙ্গীয় সন্ত্রাসী সদস্যগণ প্রতিবাদকারী স্কুল পড়–য়া মেয়েকে চর-থাপ্পর, কিল-ঘুষি মারায় এলাকার লোকজন ছুটে আসতে থাকলে সন্ত্রাসী চক্র তড়িৎ গতিতে চলে যায়। এ সব অপকর্ম কাজাইকাটা গ্রামের আব্দুর রউফ গোপন মুন্সী ও তার ভাই তারেক ফজলের পক্ষ হয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসী চক্র আব্দুর রউফ গোপন মুন্সী ও তারেকের ঘর-বাড়িতে হামলায় ভাংচুর করে। এ ব্যাপারে মেলান্দহ থানায় ভাংচুরে ক্ষতিগ্রস্থ আব্দুর রউফ গোপন মুন্সী ও তারেক বাদী হয়ে পৃথক পৃথক দু’টি মামলা রুজু করে।

মামলার আইও যথাক্রমে এসআই নীল কমল ও আবুল কাশেম। ঘর-বাড়ি ভাংচুরে মেলান্দহ থানা পুলিশ প্রশাসনের মামলার আইও এসআই নীল কমলের সাথে কথা হলে তিনি সাংবাদিককে জানায়- ঘর-বাড়ি ভাংচুর ঘটনা সত্য তবে অভিযোগের প্রেক্ষিতে অপরাধীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন- অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন পুলিশ তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে সক্ষম হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =