রোনালদোর বিশ্রামের দিনে রিয়ালের লজ্জা!

0
779

এস্পানিয়লের মাঠে নিজের সবশেষ দুই ম্যাচে ৮টি গোল করার দৃ্ষ্টান্ত দেখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সেরা তারকাকে বিশ্রাম দেওয়ার চড়া মাশুলই গুণতে হলো কোচ জিনেদিন জিদানকে। শেষদিকের গোলে ১-০ ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবেছে রিয়াল মাদ্রিদ।

 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে ছন্দে ফেরা রিয়াল অপ্রত্যাশিত হারের স্বাদই পেল। আগামী সপ্তাহে প্যারিসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচ সামনে রেখেই মূলত রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়। তার অনুপস্থিতিতে এসপানিওলের কাছে যে দল হেরেই যাবে তা ছিল সমর্থকদের চিন্তার বাইরে! গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে বেল-বেনজেমা-ইস্কো-অ্যাসেনসিওদের চোখেমুখে।

২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় উদযাপন করেছে এসপানিওল। শিরোপা ধরে রাখার মিশনে আগেই অনেকটা ছিটকে পড়া গ্যালাকটিকো শিবিরে যোগ হলো আরও একরাশ হতাশা।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান ১৪। ২৬ ম্যাচে রিয়ালের পুঁজি ৫১। অবস্থান তৃতীয়। অপরাজেয় বার্সার সংগ্রহ ২৫ ম্যাচে ৬৫ (২০ জয় ও ৫ ড্র)। সমান ম্যাচে ৭ পয়েন্ট পিছিয়ে প্রতিদ্বন্দ্বিতার জানান দিচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + 8 =