Site icon Aparadh Bichitra

অবৈধ ব্যবসা করার অভিযোগে ২৮ বাংলাদেশী গ্রেপ্তার

অবৈধ উপায়ে ব্যবসা করার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার করা হয়েছে ২৮ বাংলাদেশীকে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রীয় অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করে অভিবাসন বিষয়ক ডিপার্টমেন্ট। এতে বলা হয়, ওইসব বাংলাদেশী ব্যবসা করার জন্য ২০টি এপার্টমেন্ট ভাড়া নেয়। এপর তা অন্যদের কাছে ১৫০ রিঙ্গিতের বিনিময়ে আবার ভাড়া দেয়। এই অর্থ তারা নগদ হিসেবে আদায় করেন।

 

কিন্তু এমন ব্যবসা করার কোনো বৈধ অনুমতি তাদের নেই। এ ছাড়া গ্রেপ্তার করার সময় তারা মালয়েশিয়ায় যাওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে বারটার দিকে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা একটি আবাসিক ভবনের নিচে অবস্থান নেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেছেন, ওইসব বাংলাদেশী অবৈধ ব্যবসা করছে এটা জানার পরই তারা সেখানে তল্লাশি চালান। এর আগে দুপুর ৩টা থেকে ওই স্থানের ওপর নজরদারি বসানো হয়।