রাজশাহীর বাগামারা উপজেলায় খাল খনন উদ্বোধন করলেন সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক

0
896

মোঃ আখতার রহমানঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বরেন্দ্র মহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প-২য় পর্যায়ের আওতায় রাণী নদীর সোনাবিলা সুইচ গেট হতে কসবা শশ্মানঘাট পর্যন্ত চার কিলোমিটার বিল সেতু খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল (১০.০৩.২০১৮) শনিবার সকালে বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক ভবানীগঞ্জ কলেজ মোড় সুইচ গেট এলাকায় উপস্থিত হয়ে এ খনন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বিএমডিএ’র সহকারি প্রকৌশলী রেজাউল ইসলাম, সহকারি প্রকৌশলী (বাগমারায় চলতি দায়িত্ব)আবু সাদাত মো: সায়েম, উপ-সহকারি প্রকৌশলী আবু সুফিয়ান, আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুকসুদুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী প্রমূখ।
উল্লেখ্য, রানী নদীর সোনাবিলা সুইচ গেট হতে কসবা শশ্মানঘাট পর্যন্ত চার কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার খাল খননের কার্যাদেশ পাওয়া গেছে। এর বরাদ্দকৃত অর্থের পরিমান ৫০ লক্ষ টাকা। খালটির খনন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিযুক্ত হয়েছেন রাজশাহীর মেসার্স তাপস কনষ্ট্রাকশন ও পাবনার মেসার্স উজ্জল ট্রেডার্স নামক দুটি প্রতিষ্ঠান। খালটি খননের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারন করা হয়েছে বলে বাগমারা বিএমডিএ অফিস সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − eight =