আসাম থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে নেয়ার দাবি

0
686

ভারতের আসাম রাজ্য সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আসাম থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে নেয়ার দাবিতে ওই প্রতিবাদ করেছে হিন্দু যুব ছাত্র পরিষদ নামে একটি সংগঠন। আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে রাজ্য সরকার এনআরসি কর্মসূচি বাস্তবায়ন করছে। অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারটি চলমান ইস্যু। এর মাঝেই বৃহস্পতিবার আসামে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। আসাম থেকে বাংলাদেশিদের ফিরিয়ে নেয়ার দাবি জানাতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে হিন্দু যুব ছাত্র পরিষদ।

লে স্লোগান দিতে দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, এলাকার হোটেল ভিভানতায় উঠেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। হিন্দু যুব ছাত্র পরিষদ হোটেলটির সামনে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে। বিক্ষোভকারীরা এ সময় ‘আবদুল হামিদ চলে যাও’ বথাকে। সময় ঘটনাস্থল থেকে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একজন প্রতিবাদকারী বলেন, আসামে অবৈধভাবে বসবাসকারী ৭০ লাখ ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। আসামের যে জমি বাংলাদেশের কাছে রয়েছে সেটিও ফিরিয়ে দিতে হবে। অন্যথায়, তার এই সফর অর্থহীন। আসামের বিভিন্ন সংগঠন অবৈধ বাংলাদেশি শনাক্তকরণ ও তাদের ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রত্যাবাসন চুক্তির অভাবে এটি একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ২০০৪ সালে ১৫ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সাল রাজ্যসভাকে জানিয়েছেন, দেশটির ১৭ রাজ্যে ৩১ ডিসেম্বর ২০০১ সাল পর্যন্ত এক কোটি ২০ লাখ ৫৩ হাজার ৯৫০ জন অবৈধ বাংলাদেশি বাস করছে। জয়সাল তখন দাবি করেছিলেন, কেবল আসামেই ৫০ লাখের বেশি অবৈধ বাংলাদেশি রয়েছে। ১ এপ্রিল ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত আসাম থেকে মাত্র ৩৩ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 + five =