Site icon Aparadh Bichitra

অবশেষে জামায়াত নেতাদের বিচার হলো

নোয়াখালীর সুধারামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আমির আলীসহ তিনজনের ফাঁসির রায় এবং একজনের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের  ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ২০শে জুন অভিযোগ গঠনের মাধ্যমে আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, জয়নাল আবদিন,  আব্দুল কুদ্দুস, ইউসুফ আলী ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের বিচার শুরু হয়।

আসামি ইউসুফ আলী গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর ওই বছরের ২৮শে সেপ্টেম্বর থেকে এ মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদের মধ্যে আবুল কালাম পলাতক রয়েছে।  তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার অভিযোগে তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৬ই ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষে এ মামলা রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।