রায় হলো ফেনীর একরাম হত্যা মামলার

28
6436

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৩৯ জনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ১৬ জন। এর আগে চাঞ্চল্যকর এ রায়কে কেন্দ্র করে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সকাল থেকে আদালত চত্বরে ভিড় করেন আইনজীবীরা। ২০১৪ সালের ২০ মে সকাল ১১টার দিকে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের কাছে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 2 =