লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন

0
562

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে বুধবার আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চাওয়ায় দুদককে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী রোববার পর্যন্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।

আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে হাইকোর্টে শুনানি করেছি। এ আদেশের বিরুদ্ধে আমরা অসন্তুষ্ট হয়েছি। আমরা এই আদেশের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করেছি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর পর ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদনে তারা ৪৪টি যুক্তি তুলে ধরেন। সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার দুদক ও রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলেও চেম্বার জজ আদালত কোনো আদেশ দেননি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × three =