লক্ষ্মীপুরের সাব-রেজিস্ট্রি অফিসে দুই সাংবাদিকের উপর হামলা,নিন্দা জ্ঞাপন।

0
767

এস এম আওলাদ হোসেন

লক্ষ্মীপুরের সাব-রেজিষ্ট্রি অফিসের এসএটিভির জেলা প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম ও স্থানীয় দৈনিক পত্রিকার কালের প্রবাহের নির্বাহী সম্পাদক কাজী মাকসুদের উপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিস অতিরিক্ত টাকা আদায়, দলিল গ্রহিতাদের হয়রানি সহ নানা দুর্নীীত অনিয়মের সংবাদ সংগ্রহের সময় অফিস সহকারী কামরুলের নেতৃত্বে দলিল লেখক বাবুল ও দালাল ফরুক সহ ১৫/২০ জন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সাংবাদিকদের ব্যাবহৃত ক্যামরা ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার সময় সাব-রেজিষ্ট্রি কর্মকর্তা উপস্থিত থাকলেও তিনি সাংবাদিকরা এ নিয়ে আসলেন কেন এবং বাড়াবাড়ি করার কারণ জানতে চাওয়া সহ আরো হামলাকারীদের উস্কে দেন বলে জানা গেছে।

ঘটনার পর আহত সাংবাদিকদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনার খবর পেয়ে সদর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। এদিকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং তাদের উপর হামলা খবর পেয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের নর্বনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্ধ, সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের কবল থেকে সাংবাদিকদের উদ্ধারে সহায়তা করেন। ঘটনায় সাব-রেজিষ্ট্রারের ভুমিকায় ক্ষোভ প্রকাশ সহ হামলাকারীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান। পরে দলিল লেখক সমিতির সভাপতি সহ অন্যান্যরাএ ঘটনার জন্য ক্ষমা চেয়ে সুরাহার চেষ্টা করলে ও বিক্ষিপ্ত সাংবাদিকরা প্রতিকারের দাবীতে অটল থাকায় সমঝোতায় ব্যার্থ হয়। এ নিয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের অবহিত সহ বিক্ষুব্ধ সাংবাদিকরা হামলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম আওলাদ হোসেন ঘটনার নিন্দা জানান ও লক্ষ্মীপুরের প্রশাসন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − seventeen =