Site icon Aparadh Bichitra

লাল পতাকা মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

রাজধানীর আশুলিয়ার কাঠগড়ায় অবস্থিত কোরিয়ান মালিকানাধীন হেসং করপোরেশন লিমিটেড (গার্মেন্টস) বন্ধ ঘোষণা, ২৭ শ্রমিককে চাকরিচ্যুত, মজুরি সংক্রান্ত মালিকের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ জানিয়ে লাল পতাকা মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, হেসং কর্পোরেশন লিমিটেড-এর মালিকের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং ২৭ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদ করায় গত ১৪ মার্চ কারখানা বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

মালিকের এই বে-আইনি কার্যকলাপকে অন্ধভাবে সমর্থন করছে শিল্প পুলিশ। অন্যদিকে মালিকের ভাড়াটিয়া মাস্তানদের আক্রমণের শিকার হয়েছেন নিরীহ শ্রমিকেরা। অবিলম্বে কারখানা খুলে দিতে, চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনঃবহাল, ইউনিয়ন গঠনের সব বাধা অপসারণের জন্য সরকার, বিজিএমইএ, বায়ার এবং সংশ্লিষ্টদের প্রতি দাবি জানায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফেডারেশনের সহ-সভাপতি মিস্ শাফিয়া পারভীন, ফারুখ খান, কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, হেসং এর চাকরিচ্যুত শ্রমিক হাসান, সামিউল, জাকির, সবুজ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।