দালালের অত্যাচারে চোখ হারালো নোয়াখালীর বাহাদুর।

61
1304

সৌদি প্রতিনিধি : হাজী জসীম উদ্দীন
স্বপ্ন পূরণে মরুর দেশ সৌদি আরবে আসা মানুষ গুলোর কষ্ট যেন অতিতের সব রেকর্ড অতিক্রম করেছে । সৌদি আরাবে নানা রকম নিয়ম কানুনে যেমন বিপাকে সৌদি প্রবাসীরা , তেমনিভাবে দিন দিন বাড়ছে বেকারত্ব । তার উপরে দালালের মিথ্যে আশ্বাসে সৌদি আরবে পারি দিচ্ছেন অনেক শ্রমিক । বিপত্তিটা বাঁধে তখনই, যখন ভিসাদাতার কথা আর কাজের কোন মিল খোঁজে পাওয়া যায় না । ৬-৭ লাখ টাকা খরচ করে এসে যখন কেউ নিজের প্রাপ্য অধিকারের বিষয়ে সোচ্চার হয়, অধিকার বুঝে নিতে চায়, তখন অনভিপ্রেত এরকম নানা ঘটনার মুখোমুখি হতে হয় ।

অসহায়ের মত মার খেয়ে, আহত হয়ে মেডিকেলের বিছানাতে পড়ে থাকবার মত ঘটনাও ঘটে । তেমনি একটি ঘটনা ঘটেছে সৌদি আরবের জেদ্দা শহরে । ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে আসা নোয়াখালীর ছেলে বাহাদুরের সঙ্গে । বাহাদুর ভিসা নিয়েছেন দালালের মাধম্যে । নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার সিরাজপুর ইউনিয়ন লোহারপুলের দুলাল আর সাইফুলের কাছ থেকে । ৬ লাখ টাকার বিনিময়ে তিনি ভিসা ক্রয় করেন । চুক্তি অনুযায়ী তাদের সাথে কথা ছিল, তাকে দোকানের ভিসা দিচ্ছে । মানে সুপার মার্কেটের । সৌদিতে আসার পরদিন থেকে সে কাজে লেগে যেতে পারবে । এরপর কয়েকদিনের মধ্যে ইকামা বানিয়ে দিবে । বাহাদুরের ভাষ্য মতে ,‍-তারা আমাকে দোকানের ভিসা দিবে বলে, দোকানের ভিসা দেয় নাই । আমাকে দিয়েছে বাসার দারোয়ানের ভিসা, যাকে বলে আমেল মন্জিল ভিসা। ৬ মাস হয়ে গেছে এসে কাজতো দূরে থাক ইকামাও দিচ্ছিলোনা ভিসার দালালরা । এক পর্যায়ে কিছুদিন আগে আমি গ্রেফতার হই পুলিশের হাতে । সেখান থেকে কোনরকমে তদবির করে বের হয়ে আসি পাসপোর্ট দেখিয়ে । গ্রেফতারের পর তাদের সাথে যোগাযোগ করি । তারা কোন পদক্ষেপ নেয়নি । এরপর যখন আমি উত্তেজিত হয়ে তাদের সাথে কথা বলি, তারা আমার বাসায় এসে আমাকে চেয়ার দিয়ে এলোপাথারি মারধর করে । চোখে ভীষণ আঘাত পাই । তারা আমাকে হুমকি দিয়ে যায়, এসব কথা পুলিশ কিংবা কাওকে বললে, আমাকে মেরে মরুভূমিতে ফেলে দিবে , কেও খোজেও পাবেনা ! অপরাধী প্রতারক দালাল চক্রকে ধরে বাংলাদেশ দূতাবসে দেয়ার চেষ্টা করছেন প্রবাশী বাংলাদেশি জনগন। এবং তারা বিষয়টি পরিচিত সাংবাদিকদের নজরে আনেন । স্বপন পূরণে সৌদিতে আসা বাহাদুর এসব অত্যাচির হাত থেকে এখন নিজেকে বাঁচাতে চান ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =