একবার চার্জে চলবে একটানা ৩০ দিন

0
623

ফিচার ফোনের ব্যাটারির আয়ু সাধারণত দুই থেকে তিনদিন হয়। কিন্তু বাজারে এলো এমন এক ফোন যেই ফোন একবার চার্জে চলবে একটানা ৩০ দিন। ফোনের নাম জিরক্স টিউবলাইট। টেক্সচার্ড ব্যাক ফিনিশ ডিজাইনে তৈরি ফোনটিতে ২.৪ ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে। ফোনটির টি৯ কিবোর্ডের মাঝে রয়েছে নেভিগেশন কি। এছাড়াও এই হ্যান্ডসেটে করেছে ইন্টারনেট কানেক্টিভিটি। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

শক্তিশালী ব্যাটারির এই ফোনটিতে এসওএস ফিচার রয়েছে। যার মাধ্যমে ইমার্জেন্সিতে করা যায় স্পিড ডায়াল। এছাড়াও রয়েছে ওয়ারলেস এফএম রেডিও ফিচার। এছাড়াও এই ফোনে রয়েছে ব্লুটুথ। ব্যাকআপের জন্য নতুন এই ফিচার ফোনে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করছে এই ফোনটি একচার্জে টানা এক মাস চলবে। সাদা ও কালো দুটি কালার রঙে ফোনটি পাওয়া যাবে। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে। এর দাম ৯১৫ রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১৬৯ টাকা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight − two =