দেশের বাজারেও দাম কমলো সোনার

0
5834

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও দাম কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ২৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে নতুন এ দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭ টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৬২৩ টাকায় বিক্রি হবে।

যা রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫২ হাজার ২৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯২২ টাকা ও ১৮ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোমবার থেকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হবে। যা রোববার ভরি ২৭ হাজার ৪১০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৯৯১ টাকা কমছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রূপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 3 =