Site icon Aparadh Bichitra

উত্তাল যুব সমাজ রুখবে তাদের কে ?

মো:ফজলুরঃ

রাজধানীর দক্ষিণখান সরেজমিনে ঘুরে দেখাযায় বর্তমান সমাজে উঠতি বয়সের ছেলেরা সমাজে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে এবং সেই সাথে বেপরোয় হয়েও উঠতে দেখাযায়। এ ধরনে উঠতি বয়সের ছেলেদের যেন শাষন করারও কেউ নাই। তথ্য নিয়ে জানতে পারাযায় এ বেপরোয়া হওয়ার কারন একটাই  মরন নেশা ভয়াল মাদক।  উঠতি বয়সের ছেলে-মেয়েরা মরণ নেশা গাজা,ইয়াবা সহ বিভিন্ন নেশার সঙ্গে  জড়িয়ে পড়ছে দিনের পর দিন। আর এ নেশার টাকা যোগাড় করতে শুরু করেছে চুরি,ছিনতাই,চাঁদা বাজি সহ সমাজের বিভিন্ন ধরনের অপরাধ মুলক কাজের সাথে তারা জড়িয়ে পড়ছে। এমন কি এ নেশার টাকা জন্য বাবা-মা,ভাই-বোন এমনকি সমাজের বয়যেষ্ঠদের সাথে অসন্মানও করতে দেখাযায়। এধরনের উঠতি বয়সের ছেলেরা আবার কোন কোন রাজনৈতিক নেতারে ছত্র ছায়ায় থাকে বলে জানতে পারাযায়।

 

এর কারনে সমাজে কোন বয়যষ্ঠ ব্যক্তিরাও কিছু বলতে পারেন না। তারা শাসন করা চেষ্ঠা করলে তখন এই উঠতি বয়সের ছেলেরা বলে আমাদের বড় ভাই আছে কিছুই হবে না। এমন কি এ ধরনের উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন স্কুল-কলেজের (দক্ষিণখান মহিলা কলেজ,গালর্স স্কুল,প্রেমবাগান সংলগ্ন কেসি মডেল স্কুল এন্ড কলেজ,বঙ্গমাতা স্কুল এন্ড কলেজ,উদয়ন স্কুল)সামনেও জটলা হতে দেখাযায় যার কারনে অভিভাবকার তাদের মেয়েরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারেন না। এ সম্যস্যা শুধু দক্ষিণখান নয় সমগ্রহ ঢাকা শহরে পাড়া মহল্লায় মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে সামনে এ ধরনের উঠতি বয়সের ছেলেদের উশৃঙ্খলতা দেখাযায়। এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পারাযায় বর্তমান উঠতি বয়সের ছেলেরা যে কি হয়েছে আমাদের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েও খুব দুশ্চিন্তায় থাকতে হয়। আর এ বিষয়ে পুলিশও বা কি করছেন যে একটা মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উশৃঙ্খল,বখাটে ছেলেরা আড্ডাদেয় পিছন থেকে মেয়েদের নাম ধরে ডেকে বাজে আওয়াজ করে। এদের বিরুদ্ধে আবার প্রতিবাদ করতে গেলে তখন তারা আবার এলাকার বড় ভাই অর্থাৎ রাজনৈতিক পর্যায়ে টেনে নিয়ে যায়। শুধু এ যুবকেরা এটা করেই ক্ষেন্ত নয় তার নেশা করে রাস্তা দিয়ে বেপড়োয়া উচ্চ গতিতে মটরসাইকেল চালিয়েও তার দুর্ঘটনার সন্মখিন হচ্ছে। এদেরকে সমাজে কে শাসন করবে আর কারাই বা এদের শেলটার দাতা ? সে জন্য কয়েক  অভিভাবকে বক্তব্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সাদা পোষাকে প্রশাষনের কর্তব্যরত লোক থাকা উচিৎ এবং সেই সাথে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেরসামনে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা একান্ত প্রয়োজন। এ উঠতি বয়সের উত্তাল যুব সমাজকে রুখতে হবে এবং মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে তা হলেই হবে সুষ্ঠ সমাজ। এ জন্য প্রশাষনের সঙ্গে সঙ্গে এলাকার জনপ্রতিনিধি ও সমাজের বয়যেষ্ঠদের এগিয়ে আসতে হবে।