Site icon Aparadh Bichitra

দশমিনার বুড়া গৌরাঙ্গ ও তেতুঁলিয়া নদীতে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযান ১লাখ৫০হাজার মিটার কারেন্ট জাল আটক

পটুয়াখালীর দশমিনা উপজেলার পুর্ব এবং পূর্ব দক্ষিনে অবস্থিত বুড়াগৌরাঙ্গ ও তেতুঁলিয়া নদী। গতকাল ১৮ মার্চ  ২০১৮ তারিখে বাংলাদেশ কোস্ট গার্ড শীপ বগুড়ার একটি টহল দল পটুয়াখালি জেলার দশমিনা বাজারের তিনটি দোকানে তল্লাশি করে মেসার্স রুবিনা ষ্টোর হতে ৫০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ ছাড়াও অপর আরেকটি টহল দল উপজেলার বাঁশবাড়িয়া, বগির খাল , চরভুতাম, চর শায়মন, চরএডেল ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০,০০০ মিটার কারেন্ট জাল ও ১,৫০,০০০ মিটার মজারী নেট জব্দ করে।

 

জব্দকৃত জাল দশমিনা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব আলম তালুকদার জান্টা,প্যাটি অফিসার মিজানুর রহমান, দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ প্রমূখ।  হাজীর হাট বাজার এলাকার জনসাধারণের উপস্থিতিতে নদী তীরে পুড়ে ফেলা হয়।