বিশ্ব প্রেস কাউন্সিল এসোসিয়েসন, সার্কভূক্ত প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সাথে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশনের মতবিনিময়

0
584

মোঃ রাসেল কবির ঃ
২০ শে ফেব্রুয়ারী রাতে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশনের সৌজন্যে বিশ^ প্রেস কাউন্সিল এসোসিয়েসন ও সার্কভূক্ত দেশ সমূহের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানে রাজধানীর এক অভিজাত হোটেলে নৈশ্য ভোজের আয়োজন করে। ভোজে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধ বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মেদ ও সচিব শ্যামল চন্দ্র কর্মকার স্বপরিবারে উপস্থিত ছিলেন। ফেডারেশন এর চেয়ারম্যান এস এম মোরশেদ দেশী ও বিদেশী অতিথীদের ফুল দিয়ে অভ্যার্থনা জানান। ভোজ সভায় বিশ্ব প্রেস কাউন্সিল এসোসিয়েসনের সভাপতি তুরুস্কের মেলেক স্যুলে একর, সাধারন সম্পাদক সাইপ্রাসের আলী হানস্যারলী, নেপাল প্রেস কাউন্সিলের একটিং চেয়ারপারসন কিশোর শ্রেষ্ঠা, শ্রীলংকা প্রেস কাউন্সিলের সদস্য ডমবাগাহাওয়াট্টাগ, মিয়ানমারের সদস্য জো-থা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

তারা প্রত্যেকে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার এবং অতিথী পরায়নতার ব্যাপক প্রশংসা করেন। আয়োজকদের মধ্যে এফবিজেও’র চেয়ারম্যান এস এম মোরশেদ তার লিখিত বক্তব্যে বলেন, Hon’ ble Chief Guest, Special guests and present other dignitaries,
Please accept my greetings and gelicitations to all of you. I have the pleasure to state that some delegates of journalists have arrived Bangladesh form neighboring SAARC and other countries. To get an opportunity to exchange pleasantries and views with the respectable guests form SAARC and other countries are really encouraging. Let me have an opportunity to introduce Bangladesh to you in few words. It is the month of February, the month of language and 21 February is the International Mother Language Day. After nine months of sanguinary battle with the occupied Pakistani forces we have got an Indeependent Bangladesh. At the clarion call Bangabandhu Sheikh Mujibur Rahman people from all starts took up arms against the then occupied Pakistani forces. Bangabandhu is the proclaimer of our independence. But the strongest weapon against the occupied forees was the might pen of journalists at home and abroad. Journalists all around the world created opinion in favour of our freedom form the slavery form Pakistani ruler. Journalists across the world carried pictures and details about the repession on the unarmed peace loving people of Bangladesh. We are indebted today to the valiant journalists who revealed the real scene of Pakistani repression and our legitimate rights to freedom.
All the delegates of our friendly country and also members of SAARC and neighboring countries I think free movement of journalists between the SAARC countries will strengthen the ideologies of SAARC. It will also make out relation with neighboring countries stronger. Journalist form SAARC countries can open a new vista for peaceful co-existence; enhance trade and commerce and upkeep cultural tradition, loke NATO, WHO, WARSW, South Asian Association fom Regional cooperatin can offer a strong organization in south Asia. The recent unrest in Myanmar about pushing of Muslims Ruhinga nation into Bangladesh can be solved with the help of south Asian countries, though Myanmar is not a SAARC member. Recent Indo-Pakistan border tension, unbridled corruption in SAARC countries, massive environment pollution, climate change and global warming all over the world and trafficking of women and children, inflow of narcotics must be stopped. The rise of militancy and terrorism in the name of Islam hinders all the development activities.
SAARC member countries press Councils can play a vital role in this respect. We are aware that bitter relation is continuing among some SAARC countries. This bitterness must be wiped out to make the SAARC region a batter place to live in. SAARC came into being in 1980 with a hope to build a better South Asia It’s aim was friendship towards all and malice to none. If SAARC countries press Councils take initiative we can find SAARC a success in the global
Map. Journalists have a very vital role to play in this connection. Since we are now in the association of some honorable journalists guests from SAARC countries I would like to state that a permanent system must be set up for us so that journalists from our land can pay a vist to SAARC countries and thus pave the for free access of journalists among the friendly countries. Ultimately we want to widen our horizon of thought and culture with the help of the assertive pen of journalists not in Bangladesh and also SAARC countries. Under the leadership of present prime Minister of Bangladesh Sheikh Hasina Bangladesh is turning to a middle income country. Shajib wajed joy, the information Technology Advisor to prime Minister has improved the flow of information and technology all over the country. Under the inspiration of the present government we want to improve our friendly ties within our scope and range of resources. We want to make a permanent friendly tie with the journalists of SAARC countries, so that we can meet each others at regular interval.The world has become a smaller place because of the rapid improvement of science and technology at home and abroad. Finally I convey my thanks to all concerned who have arranged this pleasant and significant program. Thank you all. দেশের মধ্যম সারির, তৃনমুল এবং ফ্রিল্যান্স সাংবাদিকদের অধিকার, মর্যাদা বৃদ্ধি, উন্নয়ন ও সার্কভুক্ত দেশ সমুহের উন্নয়ন ও শান্তি শৃঙ্খলান জন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে। নৈশ্য ভোজ চলাকালে পাশেই দেশীয় শিল্পীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর সংগীত পরিবেশিত হচ্ছিল যাতে ভোজের পরিবেশকে আরো চমৎকারোজ্জ্বল করে তোলে। ফটোসেশন চলাকালিন সময় ভোজস্থলে এক অভাবনীয় দৃশ্যের অবতারনা হয়। প্রত্যেকে অতিথীদের সাথে পরিচিত হচ্ছিল ও মত বিনিময় করছিল পাশাপাশি ফটোসেশনও চলছিল। সিনিয়ার সাংবাদিক এ্যাডঃ এম এ মজিদ, এ্যাডঃ শিবলি, সম্রাট, নজির আহমদ, মোতালেব হোসেন, সংবাদ দিগন্তের সম্পাদক মনিরজ্জামান, হানিফ আলী, গিয়াস উদ্দিন খন্দকার, নুর ইসলাম, সেলিম রেজা, আবদুল বাতেন, জহির, জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সাহেল আহম্মেদ সোহেল, সাধারন সম্পাদক মোঃ রাসেল কবির, যুগ্ন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জয়-পুতুল রাজনৈতিক দর্শন গবেষনা পরিষদের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন রানা যুগ্ন সম্পাদক রেজা আহমেদসহ প্রমুখ ভোজে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকার কথা ছিল তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরী সভা থাকার কারনে তিনি উপরোক্ত অনুষ্ঠানে থাকতে পারেন নাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =