Site icon Aparadh Bichitra

ভোক্তা অধিকার সুরক্ষায় আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ..নেতৃবৃন্দ

অপরাধ বিচিত্রাঃ
বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশন ও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি’র উদ্দোগে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব নুর ইসলাম বলেছেন, ভোক্তা অধিকার সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা এখন সময়ের দাবি। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ১৫ মার্চ, ২০১৮ ইং বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পণ্য ও সেবা গ্রহণ করে প্রতারিতরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রতিকারের আবেদন করে বেশিরভাগ ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘসূত্রতার শিকার হন। কোন কোন কর্মকর্তা রাষ্ট্রীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে কালোবাজারি ও মুনাফা ক্ষোরদের পক্ষ নিয়ে অভিযোগকারীদের নাজেহাল করেন ও বিভিন্নভাবে হয়ারনি করেন।

 

তিনি ভোক্তা অধিকার সুরক্ষায় বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশন ও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের বলিষ্ঠ প্রচেষ্ঠা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগে সংগঠনের উদ্যোগে সকালে শাপলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মোরশেদ, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি‘, এডঃ জুয়েল, সজিব কাজী সাফিউর রহমান। র‌্যলিতে অংশগ্রহণ করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল আলীম, ঢাকা বিভাগের সভাপতি সৈয়দ আইনুল হক, পরিচালক (পরিকল্পনা) বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদক নজির আহমদ, সাপ্তাহিক বাংলার সুর্যোদয় এর সম্পাদক এম এ মোতালেব হোসেন, কেন্দ্রীয় সদস্য নাজনীন, অনিতা বিশ্মাস অনু, ফজলু, মোঃ মামুন খান, হামিম, রাসেল, আনোয়ার, শ্রী হৃদয় চন্দ্র দাস (অনিক), বেলায়েত ও আরও অনেকে। ফাউন্ডেশনের নারায়নগঞ্জ শাখা থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক আখতার, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম, সদস্য সানি ও রবি। রুপগঞ্জ শাখা থেকে যোগদান করেন সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার (সাংবাদিক) সেক্রেটারী গোলাম মোস্তফা ভুইয়া, কোরবান আলী কুমিল্লা থেকে নাজমুন নাহার অপরুপা সহ আরও অনেকে।