রূপসায় কাঠ কয়লা পুড়িয়ে চলছে জনদূর্ভোগ দেখার যেন কেউ নেই

0
685

রূপসা প্রতিনিধিঃ  রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর গ্রামের লোকালয়ে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর ফলে কালো ধোয়া ও দূর্গন্ধের কারনে জনস্বাস্থ্য হুমকির কবলে পড়েছে।  এ ঘটনায় এলাকার ভুক্তভোগীরা গণ স্বাক্ষর সম্বলিত এক অভিযোগপত্র জেলা প্রশাসক বরাবর দাখিল করেছে। গত ১২ মার্চ ৭৯৯ নং স্মারকে গৃহীত অভিযোগে জানা যায়, উপজেলার রামনগর নিবাসী মৃত মোসলেম শেখের পুত্র মো. মোশারফ হোসেন ও মোকলেছুর রহমানের পুত্র মো. মোহসিন দীর্ঘদিন যাবত নতুন বাজারঘাট সংলগ্ন স্থানে সরকারি নির্দেশ ও জনস্বার্থকে উপেক্ষা করে ১০/১২টি চুলার মাধ্যমে বিভিন্ন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে।

 

যার কার‌নে এলাকায় কালো ধোয়া ও অসহনীয় দূর্গন্ধ ছড়ানোর ফলে ভূক্তভোগীরা শ্বাসকষ্ট ও চোখের জ্বালা পোড়া রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এমন গৃর্হিত কাজ দির্ঘ‌দিন ধরে সম্পন্ন হলেও অজ্ঞাত কারনে বিষয়টিতে গুরুত্ব না দেয়ায় তা‌দের ভূমিকা নিয়ে জনম‌নে প্রশ্ন ‌দেখা দি‌য়ে‌ছে। অবিল‌ম্বে ক্ষ‌তিগ্রস্থ এলাকাবা‌সি এ ধর‌নের কর্মকান্ড ব‌ন্দের দাবী জা‌নি‌য়ে‌ছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × one =