ঢাকায় এলো আলিফ, নজরুল ও পিয়াসের মরদেহ

0
504

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রায় ও মোহাম্মদ আলিফুজ্জামানের মরদেহ ঢাকায় পৌঁছেছে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আজ দুপুর ৩টা ১৫ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে মরদেহগুলো ঢাকার পথে রওনা দেয়। ইতোমধ্যেই বিমানবন্দরের কর্তৃপক্ষ নিহত তিন পরিবারের একজন করে সদস্য ভেতরে নিয়ে গেছেন মরদেহ গ্রহণ করার জন্য। এর সঙ্গে তিনটি অ্যাম্বুলেন্সও ভেতরে প্রবেশ করানো হয়েছে। আজ সকালে মরদেহগুলো নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ। এরআগে লাশগুলোর পরিচয় শনাক্ত করা হয়। উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ বাংলাদেশি নিহত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 16 =