Site icon Aparadh Bichitra

প্যাকেজিং কোম্পানির সরকারি রাজস্ব ফাঁকি অভিনব কৌশল

জেমস একে হামীমঃ রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ গণকবরস্থা মসজিদের পাশে গড়ে উঠেছে নতুন ২য় তলা বিশিষ্ট ভবন। সরেজমিনে তথ্য নিয়ে জানতে পারাযায় উক্তো নতুন ভবনের দ্বিতয় তলায় নাম বিহিন প্যাকেজিং কোম্পানি। গত ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে কয়েক জন সাংবাদিক তথ্যের ভিত্ততে ঐ প্যাকেজিং কোম্পানিতে গেলে সেখানে উক্তো কোম্পানির পরিচালক জসিম সাথে কথা হলে তিনি বলে তার এ প্রতিষ্ঠানে এসএমসির সামগ্র মোড়ক জাত করা হয়। এবং তাকে অন্যান্য কাগজ পত্রের কথা বললে তিনি বলে তার প্যাকেজিং প্রতিষ্ঠান চালাতে কোন পেপার্সের প্রয়োজন হয় না।

 

তিনি প্রথমে এক প্রকার কনর্ডোম প্যাকেট জাত করেন যার নাম হিরো কনর্ডোম কিন্তু সাংবাদিকরা সেখানে শুধু হিরো কনর্ডোম নয় সেখানে প্যানথার, সেনসেশন এবং জন্মনিয়ন্ত্রন পিল ফেমিকন সহ আরো অনেক ধরনের মেডিসিন প্যাকেটজাত করে থাকেন নাম ও এই অনুমোদনহীন প্রতিষ্ঠান। এদিকে পূনরায় জসিম সাংবাদিকে সাথে কাগজ পত্রের কথার বিষয়ে বলেন আমি সরকারকে ভ্যাট(২৪%), ট্যাক্স(৪%)রাজম্ব দিচ্ছি অথচো তার ঐ প্যাকেজিং ব্যবসায় ভ্যাট ও ট্যাক্স সব মিলিয়ে ৪৮%পরিশোধ করার নিয়োম থাকলেও তিনি ২০% ভ্যাট, ট্যাক্স রাজস্ব ফাঁকি দিচ্ছেন তিনি। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ইতস্থবোধ করেন। এমনকি তার প্যাকেজিং কোম্পানির রুম গুলির ভিতরে মনিটরিং করার জন্য কোন সিসি ক্যামেরাও নেই। এভাবে জসিম  সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন দীর্ঘ দিন ধরে এ বিষয়ে সরকারি কর কমিশন কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে জসিম মত কর ফাঁকি দুর্নীতি বাজ ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির আশা করা যাচ্ছে।