হলি আর্টিজান হামলার জেএমবির ২ সদস্য গ্রেফতার

0
5251

রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে অতর্কিত হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা হাদিসুর রহমান সাগর ওরফে জুলফিকার ওরফে সাদ-বিন আবু ওয়াক্কাস ওরফে আবু আল বাঙ্গালি ওরফে আব্দুল্লাহ স্যার ওরফে আমজাদ ওরফে তৌফিকসহ (৩৬) নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপরজন হলেন- আকরাম হোসেন খান নিলয় (২৪)। এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় বুধবার (২১ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, গ্রেফতার হওয়া হাদিসুর রহমান সাগর গুলশান হলি আর্টিজান হামলার অন্যতম সমন্বয়ক ও অস্ত্রের যোগানদাতা। আকরাম হোসেন খান নিলয় নব্য জেএমবির মূল সমন্বয়ক ও অর্থদাতা। নিলয় গত ১৫ আগস্ট রাজধানীর কলাবাগানে জাতীয় শোক দিবসের র‌্যালিতে হামলার মূল পরিকল্পনাকারী। গ্রেফতারদের কাছ থেকে জব্দ হওয়া মোবাইল ফোনে জঙ্গি সংশ্লিষ্ট গোপন যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। গ্রেফতার হাদিসুর রহমান সাগর জয়পুরহাটের সদর থানার কয়রাপাড়া পলিকাদোয়া গ্রামের হারুন-অর রশিদের ছেলে এবং আকরাম হোসেন খান নিলয় কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রামের আবু তোরাব খাঁনের ছেলে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × five =