Site icon Aparadh Bichitra

সাবধান বোতলের পানি থেকে

স্বাস্থ্য ঝুঁকি রোধে অনেকেই দোকান থেকে বিভিন্ন সংস্থার পানির বোতল কিনে থাকেন। এই বিশ্বাস থেকে যে সেই বোতলে আর যাই হোক, মরনঘাতি জীবাণু নেই। অবশ্য পানির বিশুদ্ধতা নিয়ে সন্দেহ পোষন করেন অনেকে। এজন্যেই তুলনামূলক বড় প্রতিষ্ঠানের পণ্য পছন্দ করে থাকেন অধিকাংশ মানুষ। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, শুধু পানির বিশুদ্ধতাই নয়, খেয়াল রাখতে হবে প্লাস্টিকের বোতলটির প্রতিও।

কেননা নামী সংস্থার জলের বোতলেও থাকতে পারে এমন কিছু কিছু পদার্থ, যা আপনার শরীরে গেলে হতে পারে সমূহ বিপদ। সম্প্রতি ওর্ব মিডিয়া নামে এক মার্কিন সংস্থা গবেষণায় জানতে পেরেছে, সুপরিচিত প্রতিষ্ঠানে বোতল তৈরির সময়েই তাতে বেশ কিছু দূষিত পদার্থ মিশে থাকছে। গবেষকেরা ব্রাজিল, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, লেবানন, মেক্সিকো, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের আড়াইশ’টি বোতলের উপর গবেষণা চালিয়ে দেখেছেন ৯৩ শতাংশ ক্ষেত্রেই পানির মধ্যে প্লাস্টিক মিশে রয়েছে। তাও আবার অ্যাকোয়া, অ্যাকোয়াফিনা, দাসানি, ইভিয়ানসহ একাধিক পরিচিত প্রতিষ্ঠানের পানির বোতলে এসব দূষিত পদার্থ মিলেছে। সংস্থাটি জানিয়েছে বোতলের পানির যার মধ্যে আরও পাওয়া গেছে প্রলিপ্রোফিলিন, নাইলন, পলিইথিলিন টেরেপথালেটের মতো ক্ষতিকারক দ্রব্য। এর মধ্যে পলিইথিলিন টেরেপথালেট বোতলের ক্যাপ তৈরিতে ব্যবহাত হয়। গবেষকদের ধারণা, মূলত বোতলের ক্যাপ থেকেই এই দূষিত পদার্থ পানিতে মিশে যাচ্ছে। আর সেটি হচ্ছে কারখানায় বোতলে পানি ভরার সময়। তবে এই দূষিত পদার্থগুলি মানুষের শরীরে ঠিক কী ক্ষতি করতে পারে, তা এখনও পরিষ্কারভাবে জানতে পারেননি গবেষকরা। তবে তাদের ধারণা, অটিজম, এডিএইচডি’র মতো রোগ মানবদেহে বাসা বাঁধতে পারে। তাই আগামী দিনে দোকান থেকে পানির বোতল কিনতে গেলে সাবধান থাকাটাই উত্তম বলে গবেষকেরা পরামর্শ দিয়েছেন।