বহুতল ভবনে অগ্নিকান্ড ১৩ জনের প্রানহানি

0
800

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে।  কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানায়, গতকাল শুক্রবার ভোরে কারিনা প্লাজা নামের বহুতল ভবনের নিচতলায় আগুন লাগে এবং তা দ্রুত ওপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

হো চি মিন শহরের এক আবাসিক এলাকার পাশে গড়ে ওঠা বিশাল এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ১৫ থেকে ২২ তলাবিশিষ্ট বেশ কয়েকটি উঁচু ভবন রয়েছে। ছয় বছর আগে এই কমপ্লেক্স তৈরি হয়। এক কর্মকর্তা এএফপিকে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌড়ে ওপরের তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাঁদের অনেকে দম বন্ধ হয়ে মারা যান। নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। সরকারি নিউজ সাইট ভিয়েতনামপ্লাসের খবরে বলা হয়, ভবনের পার্কিং গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ২০১৬ সালে হ্যানয়ে এক কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 9 =