স্কোয়াশের আবাদ করে সফল হয়েছেন কৃষক

0
1429

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বিদেশি সবজি স্কোয়াশ চাষে লাভবান কৃষকরা। অল্প খরচ ও স্বল্প সময়ে অধিক উৎপাদন এবং বাজারে চাহিদা থাকায় খুশি তারা। এ সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক নাজমুল হুসাইন। প্রথমবারের মতো দুই বিঘা জমিতে বিদেশি সবজি স্কোয়াশ চাষ করেছেন।  পরীক্ষামূলকভাবে স্কোয়াশের আবাদ করে সফল হয়েছেন তিনি। স্কোয়াশ ডিসেম্বরের মাঝামাঝিতে চাষ করা হয়।

চাষের ৭০-৭৫ দিনের মধ্যে গাছে ফল আসে। প্রতি গাছে ৮-১০ টি সবজি পাওয়া যায়। ফলে খরচের তুলনায় লাভের অঙ্কও বাড়তে থাকে। খরচের তুলনায় তিনগুন। শুধু কৃষক নাজমুল নয়,  এখন এলাকার অন্য কৃষকরাও আগ্রহী হয়ে সামনের বছর থেকে এই বিদেশি সবজি চাষ করবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ বছর প্রথমবার এ জাতের সবজি চাষ করে ভালো সাড়া পাওয়া যাওয়ায় আগামীবার থেকে এ সবজি চাষ আরো বাড়বে বলে মনে করছেন তারা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four + fifteen =