রৌমারী সীমান্তে বিএসএফ রাখালের সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিএসএফের পোশাক খুলে রাখার জেরে উত্তেজনায় বিজিবি বিএসএফের পতাকা বৈঠক

0
766

মাজহারুল ইসলামঃ
সীমান্তে  বাংলাদেশী কৃষকের সঙ্গে  ভারতের সীমান্ত রক্ষিবাহীনির  বিএসএফে এর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরার খবর পাওয়া গেছে । পরে ওই সংঘর্ষে.  ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর  খাকি পোশাক খুলে রাখার ঘটনায় সীমান্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তারপর সীমান্তের উত্তেজনা বিরাজ করার  ঘটনাটি খবর পেয়ে. জামালপুর ৩৫ ব্যঠালিয়নের সেক্টর কমান্ডারস মহিউদ্দীন. ভারতের ২৬ ব্যঠালিয়ন তুরা সেক্টর কমান্ডারস বিকাশ রুহেনীসহ সেক্টর  পর্যায়ে সীমান্তে বৈঠকের মধ্যমে . আলোচনার মধ্যদিয়ে  ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাটি  ঘটেছে গতকাল ২৩- মার্চ শুক্রবার দুপুরের দিকে  কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্ত ঘেষা বালিয়ারি গ্রাম এর পূর্ব পাশের সীমান্ত পিলার এক হাজার বাহাত্তরে।

এবিষয়ে জামালপুর সেক্টর কমান্ডারস মহিউদ্দীন এর সঙ্গে যোগাযোগ করা হলে সে ঘটনার সত্যতা শিকার করে জানান ভারতের সীমান্ত রক্ষীবাহীনির  বিএসএফে এর জোয়ানরা বাংলাদেশ প্রবেশ করে ধান ক্ষেতে পানি দেওয়া এক কৃষকের উপর হামলা চালায় পরে ওইসব কৃষক বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি করে খাকি পোশাক খুলে রাখে কৃষকরা। তারপর বিএসএফের. ২৬ ব্যাটালিয়নের সেক্টর  কমান্ডারস  বিকাশ রুহেনী. বাংলাদেবশ বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ন সীমান্ত হাটে বসে একটি আন্তরিকের মধ্যনিয়ে আলোচনা  এতে শান্তি প্রিয় ভাবে দুই দেশের  বৈঠক শেষ করা হয় দুপুর একটার দিকে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × three =