ইউএস-বাংলা ৩৩ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পেয়েছে

0
4671

নেপালে বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ক্ষতিপূরণ হিসেবে ৩৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা বিমা দাবির অর্থ ইউএস-বাংলা এয়ারলাইন্সকে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন। এর আগে সাধারণ বিমা করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্স এই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ পাবে ৫৮ কোটি ১০ লাখ টাকা।

তবে নিহতদের পরিবার এবং আহতরা কী পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটা এখনও নির্ধারিত হয়নি। তাদের বয়স, আর্থিক ও সামাজিক মর্যাদার ভিত্তিতে এ ক্ষতিপূরণ নির্ধারিত হবে বলে জানা গেছে। ১২ মার্চ দুপুরে ৭১ জন যাত্রীবাহী ইউএস বাংলা এয়ারলাইন্স-এর ২১১ নম্বর ফ্লাইটটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানটির পাইলট আবিদ সুলতান এবং কো পাইলট পৃথুলা রশীদসহ নিহত হন ৪৯ জন, যাদের মধ্যে ৪৭ জন ছিলেন বাংলাদেশি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × one =