এইচএসসির সব কোচিং বন্ধ ২৯ মার্চ থেকে

0
594

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ। তিনি বলেন, আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার চারদিন আগে, অর্থাৎ আগামী ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পরীক্ষা শুরুর সাতদিন আগে সব কোচিং সেন্টার বন্ধ করার নিয়ম। এর আগে নিয়ম মেনেই পরীক্ষার সাতদিন আগে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছিল। তবে এবার সময় স্বল্পতাসহ বিভিন্ন কারণে পরীক্ষার চারদিন আগে থেকে কোচিং সেন্টারগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × three =