পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বেতনের দাবিতে

0
749

বকেয়া বেতন ও ওভার টাইমের টাকার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-২ এর প্রশিকা ভবনের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন আনিকা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার অন্তত ১৪০০ শ্রমিক। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মিরপুর-২, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও রূপনগর এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

সর্বশেষ দুপুর ২টায়ও শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। ঘটনাস্থল থেকে আনিকা অ্যাপারেলসের শ্রমিক রাজিয়া সুলতানা বলেন, প্রতি মাসেই আমাদের বেতন ও ওভার টাইমের টাকার জন্য কারখানার ভেতরে আন্দোলন করতে হয়। এ মাসেও আমরা আন্দোলন করছিলাম। কিন্তু এবার মাসের শেষেও মালিকপক্ষ বেতন-ভাতা দিচ্ছে না। তাই কারখানা থেকে বের হয়ে আমরা বিক্ষোভ করছি। এদিকে অবরোধের কারণে চারপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে বোঝানোর চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে মিরপুর অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানে র‌্যাবের কয়েকটি গাড়িও টহল দিতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − ten =