Site icon Aparadh Bichitra

দুদক চেয়ারম্যানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাচিং এসোসিয়েশন বাংলাদেশ

৩১.০৩.১৮ তারিখ রোজ শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সকল কোচিং সেন্টারগুলোকে অবৈধ ও দুর্নীতির আখড়া বলে আখ্যায়িত করেছেন। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা যারা নৈতিকতার সাথে কোচিং পরিচালনা করছি তাদের দুর্নীতির তদন্ত না করে অথবা প্রমাণ না করে ঢালাওভাবে দুর্নীতির আখড়া বলা দুঃখজনক ও অগ্র্রহণযোগ্য। মাননীয় চেয়ারম্যানের নিকট আমরা জানতে চাই, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো কোচিং সেন্টার দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত হয়েছে কী না? যদিও কোনো কোনো কোচিং সেন্টারের বিরেুদ্ধে কখনো কখনো মিথ্যা অভিযোগ উঠলেও কারো বিরোদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয় নাই। তাই দুর্নীতির অভিযোগ আইনগতভাবে প্রমাণের আগেই ঢালাওভাবে সকল কোচিং সেন্টারকে দুর্নীতিগ্রস্থ বা দুর্নীতির আখড়া বলে আখ্যায়িত করাটা কি যৌক্তিক হবে?

তাই কোচিং এসোসিয়েশন, বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সরকারী স্কুলের অনেক শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এনে তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু দুদক সাধারণ বদলীর সুপারিশ ছাড়া আর কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা যারা স্কুল কলেজের শিক্ষক নই, নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসাবে কোচিং পরিচালনা করছি তাদেরকেই দুর্নীতির আখড়া বলে আখ্যায়িত করছেন, যা তাঁর মতো একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট থেকে আমরা আশা করি না। ব্যাংক, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, শেয়ার বাজারসহ বড় বড় দুর্নীতির সাথে রাঘব বোয়ালদের বিরুদ্ধে আরও মনোনিবেশ করার বদলে আপনার অবিবেচনা প্রসুত মন্তব্য শিক্ষার সাথে জড়িতদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে, যা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের চেতনার পরিপন্থী বলেই আমাদের বিশ্বাস। কোচিং এসোসিয়েশন এর সকল সদস্য শতভাগ শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বই ইনশাআল্লাহ। অবিলম্বে মাননীয় চেয়ারম্যান, দুদক এর বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।