যে জাতির নারীরা বেশি শিক্ষিত, সে জাতি ততোবেশি উন্নত- বিএইচ হারুন এমপি

0
586

ঝালকাঠি প্রতিনিধি‍ঃ আজকের নারী জাগরন এসেছে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে জাতির নারীরা বেশি শিক্ষিত, সে জাতি ততোবেশি উন্নত। নারীরা আজকের সারা দেশের অর্ধেকেরও বেশি শিক্ষা ও চাকুরির সুযোগ পেয়েছেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত, শিক্ষার কোন বিকল্প নাই। সকল কিছু চুরি হয় কিন্তু শিক্ষা চুরি হয় না। আমাদের সকলকেই শিক্ষা গ্রহণ করতে হবে। একজন মা শিক্ষিত হলে সংসারে কেহ অশিক্ষিত থাকতে পারেনা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের আশ্রয়, খাবার, বস্ত্র, গৃহ হারাদের আশ্রয় দিয়েছেন, তিনি বলে ছিলেন বাংলাদেশে কেহ গৃহহারা থাকবেনা। বর্তমান সরকারের ওয়াদা প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ পর্যায়ক্রমে নির্মিত হবে, এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী রাজাপুরে ৫ই এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে মডেল মসজিদ উদ্ভোধন করবেন, এর মধ্যে রাজাপুর উপজেলাও রয়েছে একটি।

ঝালকাঠির রাজাপুরে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বজলুল হক হারুন এমপি এসব কথা বলেন। বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি ও রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমম্যান আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জিব কুমার বিশ্বাস, সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান। ইউপি সদস্য তহিদুল ইসলাম তহিদ ও শফিকুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ এইচ এম মসিউর রহমান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফীন, রাজাপুর কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ গোলাম বারী খান, ঝালকাঠি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইজুর রহমান আজাদ আরজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খান মোহাম্মদ আলমগীর, ৬নং মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, ৪নং গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল,আব্দুল্লাহ্ আল মাহমুদ শোভন মৃধা প্রমূখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + 3 =