বাকেরগঞ্জে দুর্নীতিবাজ এস.আই. কমলের ঘুষ দাবী পুলিশ সুপারের নিকট অভিযোগ

0
904

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ থানার ঘুষখোর দুর্নীতিবাজ এস.আই. কমলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষকে ফাদে ফেলে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় লেখা লেখির পরেও থেমে নেই নরপিচাশ ও ঘুষখোর এস.আই. কমল চন্দ্র দে। অভিযোগ সূত্রে জানাযায় ০১/১০/২০১৭ ইং তারিখ রঙ্গশ্রী ইউনিয়নের শহীদুল ইসলাম তালুকদারকে রূপাতলী ২৪নং ওয়ার্ডে হামিদ আলী সড়কে আইয়ুব আলী হাওলাদারের বাসার সামনে দেশী অস্ত্রের মুখে জীম্মি করে ৩টি অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর রাখে। এতে শহীদুল ইসলাম তালুকদার বাদী হয়ে নির্বাহী মেজিষ্ট্রেট আদালতে ৬জনকে আসামী করে একটি মামলা দায়ে করেন। মামলা নং এম.পি-২২৭/১৭ (কোতয়ালী, বরিশাল)। মামলাটিতে ৬জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত মোকদ্দমায় সার্চ ওয়ারেন্ট প্রদান করেন।

ওসি বাকেরগঞ্জ থানা মামলাটির তদন্তভার ঘুষখোর ও দুর্নীতিবাজ এস.আই. কমল চন্দ্র দেকে হাওলা করেন। কমল চন্দ্র দে ৩ (তিন) মাস অতিবাহিত হলেও আসামীদের কালোটাকায় প্রভাবিত হয়ে আজও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করে নি। বরং বাদী পক্ষ শহীদুল ইসলাম তালুকদারকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবী করে। শহীদুল ইসলাম তালুকদার ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং এ বিষয়ে পুলিশ সুপার বরিশাল মহোদয়ের নিকট ১১/০৩/২০১৮ ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন। অবহিত করেন ডিআইজি মহোদয়, বরিশাল রেঞ্জ, পরিচালক, এন.এস.আই বরিশাল মহোদয় ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ। উল্লেখিত ঘুষখোর ও দুর্নীতিবাজ এস.আই. কমল চন্দ্র দের বিরুদ্ধে বাকেরগঞ্জ বিভিন্ন প্রকার ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে এস.আই. কমলের কাছে জানতে চাইলে তিনি জানান আমি ঘুষ চাই নাই। ষ্ট্যাম্প উদ্ধারের সার্চ ওয়ারেন্টের সার্চ করতে যাই নাই। আপনি ২জন স্বাক্ষী নিয়ে আমার কাছে আসেন। ভূক্তযোগী ও বাকেরগঞ্জ বাসীর দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘুষখোর ও দুর্নীতিবাজ এস.আই. কমলের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − five =