Site icon Aparadh Bichitra

পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতিনিধি আলোচনা সভা

SAMSUNG CAMERA PICTURES

যশোর ব্যুরো চিপ॥ এসো হে বৈশাখ, এসো নতুন উর্ষার নতুন আলো, নতুন দিন কাটুক ভালো, ১৪২৪ গেলো হাঁসতে খেলতে বাংলা নববর্ষ ১৪২৫ আসছে হাঁসতে হাঁসতে বছরের প্রথম সূর্য শুরু হবে নতুন বছরে প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সকল সম্মানিত সদস্য নিয়ে হাসতে খেলতে সম্মানিতভাবে শুরু পথ চলা। গত ১৪ এপ্রিল ২০১৮ ইং রোজ শনিবার বিকাল ৫:০০ ঘটিকার সময় হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির (খুলনা বিভাগীয় কার্য্যালয়, রূপদিয়া বাজার,যশোর) এ পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ও ন্যাশনাল ক্রাইম জার্নালিষ্ট এন্ড রাইটস্ ফাউন্ডেশন সদস্য নিয়ে প্রতিনিধি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি জনাব জি এম মিজানুর রহমান মিজান।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির বিভাগীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব সরদার, এ্যাড: গেলাম নবী, ন্যাড: শেখ হোসেন আলী, এ্যাড: ডেজিনা ইয়াছমিন, এ্যাড: অসিম কুমার ঘোষ, সদস্য মো: শহিদুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: রুহুল আমিন, মো: রুবেল খান, মো: টুটুল খান, কে এম ডাবলু, মো: এমরান হোসেন, অনিমেষ সরকার, মো: আলামিন , মো: আসিকুর রহমান, মো: শফিকুর রহমান, মো: লিটু, মো: আনিছুর রহমান, আনিচ, মো: আজম, মো: মনিরুল ইসলাম, মো: শামিম, মো: শাহিন, উপদেষ্টা এ্যাড: সোহরাপ, ডা: ইয়াকুব আলী মোল্যা, প্রফেসর আফছার আলী, এস, এম খোকন, মো: শাহাজান মোড়ল, পয়লা ভৈশাখ উদযাপন উপলক্ষে প্রতিনিধি আলোচনা সভায় সভাপতি জি এম মিজানুর রহমান মিজান বলেন দল মত নির্বিশেষে আমাদের কাজ করতে হবে। আইন সবার জন্য সমান, আমরা খুলনা বিভাগীয় কমিটি উদ্যোগ নিয়েছি নিরীহ মানুষকে পুলিশ প্রশাসন যেন হয়রানী না করিতে পারে। কোন মানুষ যেন সন্ত্রাসীদের দ্বারা জিম্মি না হয়। যৌতুক ও মাদক দ্রব্য নিরমূল করার জন্য প্রতিরোধ গড়ে তুলবে। ঘুষ বা দুর্নীতি বাজদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করবো।