Site icon Aparadh Bichitra

বাংলা নববর্ষ ১৪২৫ বরণ করতে উত্তরা মেলা উৎসব “জেগেছে বাঙ্গালি মেতেছে উৎসব”

কাজি আরিফ হাসানঃ “এসো হে বৈশাক এসো এসো” আর মাত্র কয়েক দিন পরেই পহেলা বৈশাক। বাঙ্গালি নতুন বাংলা বছরেকে বরণ করতে শুধু সময়ের অপেক্ষায়। পানতা ইলিশ আর রকমারি ভর্তা এ যেন অন্য রকম সাধ। এ পরে রমন বটমুলে বাংলা বর্ষকে স্বাগত জানাতে বাঙ্গালি নবান্নের গান সে যেন মনমুগ্ধ পরিবে।সেই সাথে বিভিন্ন স্থানে বাংলা বর্ষকে বরন করে নিতে শুরু হয়েছে মেলা। তেমনি ঢাকার প্রান কেন্দ্র উত্তরা ১৩ নং সেক্টরে সোনারগাও জনপদ ররোড জমজম টাওয়ারে পশ্চিম পাশে তাত বস্ত্র বৈশাখি মেলা। এ মেলা শুরু হয়েছে গত ১২এপ্রিল থেকে এবং মেলা চলবে ১৬ তারিক অর্থাৎ বৈশাখের শুরু তৃতীয় দিন পর্যন্ত।

মেলা রয়েছে বৈশাখি সাড়,রেশমি চুড়ি,বাচ্চাদের খেলনা সামগ্রি,মুড়ি-মুড়কি,নাগরদোলা সে যেন অন্যরকম মনমুগ্ধকর বাঙ্গালির প্রানের উৎসব। বাঙ্গালি মেয়েরা সাজে বাংলা বর্ষ বরণ লাল পাড় সাদা সাড়ি,কপালে লাল টিপ।এদিকে নিরাপত্তর কারনে রাষ্ট্র মন্ত্রী আসাদুর জামান খান কামাল প্রেস কনফ্রান্সে সাংবাদিকদের সামনে বলেন বর্ষবরন অনুষ্ঠা সন্ধার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশ দেন। উত্তরা তাত মেলা প্রাঙ্গনে পুলিশে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোন অপৃতিকর ঘটনা না ঘটে। এ বৈশাখি মেলা সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে রাত ৮ পর্যন্ত চলবে বলে জানান মেলা কর্তৃপক্ষ। ইতোমধ্যে উত্তরা বৈশাখি তাত বস্ত্র মেলা-২০১৮ জমে উঠেছে।