বৈশাখী উৎসব

0
849

লেখক: এস.ই. ইসলাম

বৈশাখের আগমনী বার্তা চিত্তে দিলো দোলা,
বসবে ইলিশ, পান্তা, আর ভর্তা, খাওয়ার মেলা।
রমনার বটমূলে সাজিবে বাংলার রমনী,
যাহার রূপরেখা আঁকিবে কামিনী।
শিশু যুবক যুবতী আর বৃদ্ধারা,
মহা-উল্লাসে মুক্ত কন্ঠে গাহিবে তারা।
এসো-এসো, এসো হে বৈশাখ, এসো এসো,
এসো রমনার বটমূলে এসো এসো।
এসো রবীন্দ্র সরবরে এসো এসো,
এসো বিশ্ব বিদ্যালয়ের চত্তরে,
এসো বাংলা সহ পৃথিবীর সকল প্রান্তে,
আঁকিয়ে আঁকিবে কপলে বৈশাখী বোল।
বৈষ্টমী টানিবে তিলক রাঙা কপালে,
চারুকলায় ব্যস্ত সকল রং খেলার মেলায়,
লাল পাড়ের সাদা শাড়ীতে সজ্জিত বাঙালী কন্যা রমনী।
আরো আছে হাতে পরিহিত লাল রেশমী চুড়ী,
আহা কি অপরূপ সুষমায় ঘেরা আমার এ বাংলার রূপ।
এসো-এসো, এসো হে বৈশাখ, এসো এসো,
নবরুপে করিব গ্রহন “পহেলা বৈশাখ ”-১৪২৫।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − seventeen =