৩ কেজি সোনা ও মোবাইল ফোন জব্দ

0
494

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৬০ লাখ টাকার ৩ কেজি সোনা ও মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় আট যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ৬ জন যাত্রীর কাছ থেকে ২ কেজি ৬০৯ গ্রাম সোনার বার। দুই যাত্রীর কাছ ৪৬৬ গ্রাম সোনার বার, ৪টি আই ফোন ও ৪টি আইওয়াচ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান, শনিবার সকালে দুবাই থেকে সিলেটগামী বিজি-২৪৮ বিমান ঢাকা ট্রানজিট করলে বিমানবন্দরে দিদারুল আলম ও মোক্তার উদ্দিন নামে দুই যাত্রীকে তল্লাশি শেষে ৪৬৬ গ্রাম সোনার বার ও ৪টি আই ফোন মোবাইল ও ৪টি আইওয়াচ উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এর আগে শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদ থেকে আগত বিজি ০৪০ বিমানের ৬ যাত্রীর আন্ডারওয়ার ও জুতার ভেতর থেকে ২ কেজি ৬০৯ গ্রাম ওজনের ১৬টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার বারের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 6 =