জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজন আটক

0
2522

নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে ৪২ লাখ টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরের বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ছয় তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে অভিযান চালায় র‍্যাব।

আটকরা হলেন- সস্তাপুর এলাকার মামুন ইসলাম ও কমলা বেগম। এদের দুজনেরই বাড়ি বাগেরহাট জেলায়। অভিযানের সময় এরা নিজেদের ভাই বোন পরিচয় দিলেও এদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র‍্যাব। দুপুরে সাড়ে ১২টায় অভিযান সমাপ্ত করে র‍্যাব-২ এর এএসপি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে আমরা সকালে অভিযান শুরু করি। এ সময় জাল টাকা প্রিন্ট করার সময় হাতেনাতে এই দুইজনকে আটক করি। এসময় ৪২ লাখ টাকার ৫শ ও এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। তিনি জানান, এই সংঘবদ্ধ চক্রের সাথে জড়ির সকলকে আটকের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। চক্রের এই দুজনই প্রধান। অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে গেছে বলে জানান তিনি। তিনি আরো জানান, এই কারখানায় টাকা তৈরি করে দীর্ঘদিন ধরেই এই অপরাধ্মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল তারা। দেশের বিভিন্ন জেলায় তারা এই টাকা সরবরাহ করত। বাড়ির মালিক এই বাড়িতে থাকেন না, তিনি ভিন্ন স্থানে থাকেন। আটকদের মামলা করা হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =