Site icon Aparadh Bichitra

জিজ্ঞাসার জন্য তলব করেছে দুদক ডিআইজি মিজানুর রহমানকে

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে আগামী ৩রা মে বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে জিজ্ঞাসার জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

সহকারি পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে তার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ ৬টি সংস্থায় চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারীর স্বাক্ষরে বিভিন্ন সংস্থায় তথ্য চেয়ে চিঠি দেয়া হয়। এই পুলিশ কর্মকর্তার নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ পেয়েছে দুদক।