বৃষ্টি ও জলবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী

0
1396

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্নস্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে রাস্তাঘাটে পানি জমে থাকায় তৈরি হচ্ছে যানজট। ফলে গাড়িগুলো চলছে ধীর গতিতে। যার কারণে বৃষ্টি ও জলবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। বিশেষ করে রাজধানীর মিরপুরের অবস্থা শোচনীয়।

আজ রবিবার সকালে রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, দৈনিক বাংলা, শান্তিনগর, মালিবাগ, ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকা ঘুরে জলবদ্ধতার চিত্র দেখা গেছে। সকাল ৮ টা থেকে নয়টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ওইসব এলাকার অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। অনেকেই এই জলাবদ্ধতার কারণে তাদের গন্তব্যে যেতে বেশ বেগ পাচ্ছেন। আসলে পানি বের হওয়ার কোনো পথ নেই ওই সব সড়কে। পানি নিঃষ্কাশনের জন্যও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কাউকেই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × four =