বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ২ শ্রমিকের প্রাণ গেল

0
518

সাভার চামড়া শিল্প নগরীতে কেমিক্যালের সঙ্গে লবন মেশানোর সময় বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ২ শ্রমিক মারা গেছে। এঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় অপর এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার বিকালে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীর প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।

ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গোলাম নবী শেখ বলেন, বিকেলে প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ কারখানার শ্রমিক হাসান মাহমুদ (২৫), মাহাবুবুর রহমান (৫০) ও মোয়াজ্জেম হোসেন (২৬) কারখানার ভিতরে চামড়ায় লবণ ও কেমিক্যাল মেশানোর কাজ করছিলো। এসময় বিষক্রিয়ার কারণে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে। এঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই হাসান মাহমুদ মারা যায়। এসময় বাকীদের অবস্থা গুরুতর হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহবুবুর রহমান। বর্তমানে মোয়াজ্জেম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় রয়েছে। প্রিন্স লেদার ইন্ডাস্ট্রিজ কারখানার ম্যানেজার আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =