ধামরাইয়ে পুলিশের চাকরির গ্রাম সানোড়া টাকা হলে গ্যারান্টি দিয়ে নিয়োগ

0
636

ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে পুলিশের চাকরি গ্রাম, হিসেবে পরিচিতি হয়ে পরেছে টাকা হলে গ্যারান্টি দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনেষ্টবল সুমন টাকা হলেই গ্যারান্টি দিয়ে পুলিশের চাকরিতে নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কনেষ্টবল সুমন ১০/১২ বছর ধরে পুলিশে চাকরি জীবনে প্রায় শতাধিক ব্যাক্তিকে পুলিশ কনেষ্টবলে চাকরি দিয়েছে জনপ্রতি ৭ থেকে ৮ লাখ টাকার বিনিময়ে। প্রতিদিন সকাল বিকাল তরুন তরুনিরা চাকরি আশায় সানোড়া গ্রামে কনেষ্টবল সুমনের বাড়িতে ভীর জমাচ্ছে।

টাকার লেন দেন হচ্ছে কনেষ্টবল সুমনের ভাই নাজিমুদ্দিনের ম্যাধমে। সুমন গরীব ঘরের সন্তান হয়ে রাতা রাতি আলাদ্দিনের চেরাগ পেয়ে প্রায় ৫০ কোটির টাকার উপরে সম্পত্তি মালিক বনে গেছে। কনেষ্টবল সুমন অন্য জেলার লোকদের ১ শতাংশ জমি ক্রয় দেখিয়ে ধামরাই উপজেলার বাসিন্দা দেখিয়ে পুলিশ কনেষ্টবলে চাকরি দিচ্ছে। এদিকে দুনির্তীবাজ কনেষ্টবল সুমন কালামপুর উপশহরে ২টিঁ জমির প্লট, নিজ গ্রামে ১০ বিঘা ধানি, জমি ১ টি গরুর ফার্ম, বাড়িতে ১ টি বিলাস বহুল বিল্ডিং, ব্যাংকে নামে বেনামে নগদ টাকা সহ-অবৈধ সম্পদ রয়েছে। মক্কেল ধরতে সুমনের রয়েছে এক ডজন দালাল, এই দালালরা পাচ্ছে মোটা অংকের কমিশন। কনেষ্টবল সুমন হঠাৎ করে এত টাকার মালিক বনে যাওয়া এলাকায় তাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে। যদি দুনির্তী দমন কমিশন (দুর্দক) তদন্ত করেন তা হলে সুমনের দুনির্তীর আসল থলের বেড়াল বের হয়ে আসবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 2 =