Site icon Aparadh Bichitra

হায়দরাবাদে প্রশংসায় ভাসছেন সাকিব

মামুন ইবনে হাতেমী: আইপিএলের এগারোতম আসরে দুর্দান্ত খেলে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একর পর এক চমক দেখিয়ে চলেছেন তিনি। গতরাতে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বেঙ্গালুরুকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের হায়দরাবাদ।ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেন, সে অনেক ঠান্ডা মেজাজের অ্যাটাকিং বোলার। সাকিব প্রায় এখন দু’টি করে উইকেট নিচ্ছে।

তাছাড়া রান চেক দিচ্ছে।যদিও বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে আন্ডাররেটেড বা কম মূল্যায়ন পাওয়া বোলার হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। হায়দারাবাদের দর্শকরাও সাকিবের খেলায় খুবই উল্লসিত। তার অলরাউন্ড পারফরমেন্সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে হায়দরাবাদ। সোমবারের এই খেলায় হায়দারাবাদের ছুঁড়ে দেয়া ১৪৭ রানের টার্গেটও টপকাতে পারে নাই বিরাট কোহলির বেঙ্গালুরু। সাকিব একাই করেন ৩৫ রান। অন্যদিকে বল হাতে নিজের প্রথম ওভারে ১৩ বলে ২০ রান করা পার্থিব প্যাটেলকে এবং পরের ওভারে জ্বলে উঠতে থাকা কোহলিকে আউট করেন বাংলাদেশি টাইগার এই অলরাউন্ডার।গত জানুয়ারিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে ২ কোটি রুপিতে দলে ভেড়াতে সক্ষম হয় মুস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দারাবাদ।