Site icon Aparadh Bichitra

ইট ভাটায় প্রতারণায় ঢাকা জেলার মোগরাকান্দা সাভারে অবস্থিত ০৫ টি ইট ভাটাকে ৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  পরিচালক (যুগ্মসবিচ) জনাব  সৈয়দ তওহিদু্র রহমান এর নেতৃত্বে  গত ০৭ মে ২০১৮ তারিখ  ঢাকা জেলার মোগরাকান্দা সাভারে অবস্থিত ১। Rony ব্রিকস এ ইটের bds ২৪০: ২০০৯ অনুযায়ী ইটের পরিমাপ দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা যথাক্রমে ২৪ সে.মি x ১১.৫ সে.মি x ৭ সে.মি থাকার কথা থাকলেও বাস্তবে তার চেয়ে কম পাওয়ায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারায় (পরিমাপে কারচুপির দন্ড) ৫০,০০০  (পঞ্চাশ হাজার) টাকা  ২।ABN ব্রিকসকে ৪৮ ধারায় (পরিমাপে কারচুপির দন্ড) ও ৪৯ ধারায় (দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপির দন্ড) ৮০,০০০ (আশি হাজার) টাকা   ৩। ABC-1 ব্রিকস কে ৪৮ ধারায় (পরিমাপে কারচুপির দন্ড) ও ৪৯ ধারায় (দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপির দন্ড) ৮০,০০০ (আশি হাজার) টাকা   ৪।

ABC-2 ব্রিকস কে ৪৮ ধারায় (পরিমাপে কারচুপির দন্ড) ও ৪৯ ধারায় (দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপির দন্ড) ৮০,০০০ (আশি হাজার) টাকা ৫। ABC-3 ব্রিকস কে ৪৮ ধারায় (পরিমাপে কারচুপির দন্ড) ও ৪৯ ধারায় (দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপির দন্ড) ৭০,০০০ (সত্তর হাজার) টাকাসহ সর্বমোট  ৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত বাজার তদারকি কাজে সহায়তা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং এপিবিএন -১ এর সদস্যগণ।

অন্য আর একটি অভিযানে

১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ  হাজার) টাকা জরিমানা আদায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক  জনাব শাহনাজ সুলতানা কর্তৃক গত ০৭ মে ২০১৮ তারিখ ঢাকা জেলার নিউ মার্কেট থানার ১। গাউসিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট কে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দন্ড) ৫০,০০০ (পঁঞ্চাশ হাজার) টাকা ২। রয়েল হোটেল কে ৪৩ ধারায় ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব জান্নাতুল ফেরদাউস  কর্তৃক ঢাকা জেলার নিউ মার্কেট থানার ৩। গাউছেপাক রেস্টুরেন্ট এলিফেন্ট রোড কে ৫১ ও ৪৩ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ৪। মারাফাত বিরিয়ানী হাউসকে ৪৩ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকাসহ সর্বমোট ১,৩০,০০০ (দুই লক্ষ বারো হাজার) টাকা জরিমানা আদায়করা হয়।