রাজশাহীতে আনসার আল ইসলামের তিন জঙ্গি সদস্য গ্রেপ্তার

0
684

মোঃ আখতার রহমান,ব্যুরো প্রধান, রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় থেকে তিন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার (২২/০৪/২০১৮) রাতে উপজেলার বানেশ^র বাজার ও জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি দল। র‌্যাব জানায় গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫টি উগ্রবাদী জিহাদী বই ও ৩টি লিফলেট উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পুঠিয়া উপজেলার জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), আকতার আলী ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় তারা সাংগঠনিক কর্মকান্ড চালাচ্ছিল। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে বানেশ^র বাজার থেকে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরে রাজুর দেওয়া তথ্য অনুযায়ী জামিরা গ্রামে অভিযান চালিয়ে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =